শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫৬

মোরে তারা বলে কেন না ডাকিলাম।
আমার এ তনুতরণী ভবসাগ‌রে ডুবাইলাম।
এ ভবতর‌ঙ্গে তরী বা‌ণি‌জ্যে আ‌নিল‌াম।
তা‌তে ত‌্যজিয়া অমূল‌্য নি‌ধি পা‌পে পুরাইলাম।।
‌বিষম তরঙ্গমা‌ঝে চে‌য়ে না ‌দে‌খিলাম।
মন‌ডো‌রে ও চরণ ‌হে‌লে না বা‌ধিলাম।
প্রসাদ ব‌লে মা গো আ‌মি কী কাজ ক‌রিলাম।
আমার তুফা‌নে ডু‌বিল ত‌রি আপ‌নি ম‌জিলাম।।