শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২২২

নিরখি নিরখি বদন-ইন্দু।
পুলকে উথলে প্রেমসিন্ধু।।
ছলছলছল নয়ন। লোলচন্দ্র বদনে চুম্বন।।
মধুর মধুর বিনয় বাণী।
গদগদগদ কহত রানি।।
কোটি জনম পুণ্যজন্য।
কোলে কমল-লোচনা।।