মনরে তোর চরণ ধরি। কালী বলে ডাকোরে, ওরে ও মন, তিনি ভবপারের তরি। কালী নামটা বড়ো মিঠা, বলোরে দিবা শর্বরী। ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি দ্বিজ রামপ্রসাদ বলে, কালী বলে যাব তরি। তিনি তনয় বলে দয়া করে, তরাবেন এ ভববারি।।