কেন গঙ্গাবাসী হবো। ঘরে বসে মায়ের নাম গাইব।। আপন রাজ্য ছেড়ে কেন, পরের রাজ্যে বাস করিবো। কালীর চরণতলে কত শত, গয়া গঙ্গা দেখতে পাব।। শ্রীরামপ্রসাদে বলে, কালীর পদে শরণ লব। আমি এমন মায়ের ছেলে নই যে, বিমাতাকে মা বলিব।।