শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪৩

মন খেলাও রে দাণ্ডাগুলি।
আ‌মি তোমা বিনা না‌হি খে‌লি।।
এ‌ড়ি বে‌ড়ি তে‌ড়ি চাইল, চাম্পাক‌লি ধুলা ধু‌লি।
আ‌মি কালীর না‌মে মারব বা‌ড়ি
ভাঙব য‌মের মাথার খু‌লি।।
ছয়জ‌নের মন্ত্রণা নি‌লি,
তাই‌তে পাগল ভু‌লে গে‌লি।
রামপ্রসা‌দের খেলা ভাঙ‌লি,
গ‌লে দি‌লি কাথাঝু‌লি।।