শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি।
(ভবসংসারে বাজারের মাঝে)
ওই যে, মন-ঘুড়ি, আশা-বায়ু,
বাঁধা তাহে মায়া-দড়ি।।
কাক গন্ডি মন্ডি গাঁথা, তাতে পঞ্জরাদি নাড়ি।
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি।।
বিষয়ে মেজেছে মাজা, কর্কশা হয়েছে দড়ি।
ঘুড়ি লক্ষে দুটা-একটা কাটে,
হেসে দেও মা হাতচাপড়ি।।
প্রসাদ বলে দক্ষিণা বাতাসে, ঘুড়ি যাবে উড়ি।
ভবসংসার-সমুদ্র পারে, পড়বে যেয়ে তাড়াতাড়ি।।