শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২২৫

রত্নসিংহাসনে গৌরী,
নিকটে মেনকা গিরি,
অনিমেষে শ্রীঅঙ্গ নেহারে।
রানি বলে পুণ্যতরুফল সেই,
মন্দিরে প্রকাশ এই,
দোহে ভাসে আনন্দ-সাগরে।।
প্রভাতে শ্রীঅঙ্গ নেহারই রানি।।
দলিত কদম্ব পুলকে তনু,
সুললিত লোচন সজল, হরল মুখে বাণী।।
ঘেরল অবল, সবহু রমণী মুখমন্ডল,
জয় জয় কিয়ে প্রতিবিম্ব অনুমানি।
কাঞ্চন তরুবরে চন্দ্রকি মাল, বিলম্বিত ঝলমল,
কো বিধি দেয়ল আনি।।
হিমকর বদন, রদন মুকুতাবলী,
করতল কিশলয়, কোমল পাণি।
রাজিত তঁহি কনক মণি-ভূষণ,
দিনকরধাম চরণতলখানি।।
ভব কমলজ শুক নারদ মুনিবর যো মাই,
ধ্যান অগোচর জানি।
দাস প্রসাদে বলে, সেই ব্রহ্মময়ী
জগজনমন বিকচ কর তঁহি ভাণি।।