জানিলাম বিষম বড়ো, শ্যামা মায়েরই দরবার রে।
সদা ফুকারে ফরিয়াদি বাদী, না হয় সঞ্চার রে।।
আরজ বেগী যার শিবে, সে দরবারের ভাষ্য কীবে,
দেয়ান যে দেওয়ানা নিজে, আস্থা কী কথার রে।।
লাখ উকিল করেছি খাড়া,
সাধ্য কী মা ইহার বাড়া।
তোমায় তারা ডাকে, আমি ডাকি,
কান নাই বুঝি মার রে।।
গালাগালি দিয়ে বলি, কান খেয়ে হয়েছে কালী।
রামপ্রসাদ বলে প্রাণ কালি
করিল আমার রে।।