কে হর-হৃদি বিহরে।
তনু রুচির, সজল-ঘন-নিন্দিত,
চরণে উদিত বিধু নখরে।।
নীলকমলদল, শ্রীমুখমন্ডল,
শ্রমজল শোভে শরীরে।
মরকত মুকুরে, মঞ্জু মুকুতাফল,
রচিত কীবা শোভা মরি মরি রে।।
গলিত চিকুরঘটা, নবজলধরছটা,
ঝাঁপল দশ দিশি তিমিরে।।
গুরুতর পদভর, কমঠ ভুজগবর,
কাতর মূর্ছিত মহী রে।।
ঘোর বিষয়ে মজি, কালীপদ না ভজি,
সুধা ত্যজিয়া বিষপান করি রে,
ভণে শ্রীকবিরঞ্জন, দৈব বিড়ম্বন,
বিফলে মানব দেহ ধরি।।