মন তুমি কী রঙ্গে আছো।
ও মন, রঙ্গে আছ, রঙ্গে আছ।।
তোমার ক্ষণে ক্ষণে ফেরা ঘোরা,
দুঃখে রোদন সুখে নাচ।
রঙের বেলা রাঙয়ে কড়ি,
সোনার দরে তা কিনেছ।
ও মন দুঃখের বেলা রতন মানিক,
মাটির দরে তাই বেচেছ।।
সুখের ঘরে রুপের বাসা,
সেইরুপে মন মজায়েছ।
যখন সেরুপে বিরুপ হইবে,
সেরুপের কীরুপ ভেবেছ।।