শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৩৬

জননি পদপঙ্কজং দেহি শরণাগত জনে,
কৃপাবলোকনে তারিণী।
তপনতনয় ভয়চর বারিণী।
প্রণবরুপিণী সারা, কৃপানাথ দারা তারা,
ভবপারাবার তরণি।
সগুণা নির্গুণা স্থুলা, সুক্ষ্মা মূলা, হীন মূলা,
মূলাধার অমলকমলবাসিনী।।
আগম নিগমাতীতা, খিল মাতা, খিল পিতা,
পুরুষ প্রকৃতিরুপিণী।
হংসরুপে সর্বভূতে, বিহরসি শৈলসুতে,
উৎপত্তি প্রলয় স্থিতি, ত্রিধাকারিণী
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী।
তাপত্রয়ে সদা ভজে, হলাহল কূপে মজে,
ভনে রামপ্রসাদ, তার বিষফল জানি।।