শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১০৯

দীন দয়াময়ী কী হবে শিবে।
বড়ো নিশ্চিন্তে রয়েছ,
তোমার পতিত তনয় ডুবলো ভবে।।
এ ঘাটে তরণি নাইকো,
কীসে পার হবো মা ভবে,
মা তোর দুর্গা নামে কলঙ্ক রবে মা,
নইলে খালাস করো তবে।।
ডাকি পুনঃপুনঃ শুনিয়া না শুনো,
পিতৃধর্ম রাখলে ভবে।
অতি প্রাতঃকালে জয়দুর্গা বলে,
স্মরণ নিবার কাজ কী তবে।।
শ্রীরামপ্রসাদ বলে মা,
মোর ক্ষতি কিছু না হবে।
মা তোর কাশী মোক্ষধাম, অন্নপূর্ণা নাম,
জগজ্জনে নাম নাহি লবে।।