মাগো তারা ও শংকরী।
কোন অবিচারে আমার পরে,
করলে দুঃখের ডিক্রি জারি।।
এক আসামি ছয়টা পেয়াদা,
বলো মা কীসে সামাই করি।
আমার ইচ্ছা করে ওই ছয়টারে,
বিষ খাওয়াইয়ে প্রাণে মারি।।
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি।
ওই যে পান বেচে খায় কৃষ্ণ পানতি,
তারে দিলে জমিদারি।।
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকাকড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে,
বসে আছ রাজকুমারী।।
হুজুরে উকিল যে জনা,
ডিসমিসে তার আশয় ভারী।
করে আসল সন্ধি সওয়াল বন্দি,
যেরূপে মা আমি হারি।।
পালাইতে স্থান নাই মা, বলো কীবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয়চরণ,
তাও নিয়েছেন ত্রিপুরারি।।