শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৮৪

যাও গো জননি, জানি তোরে।
তারে দাও দ্বিগুণ সাজা মা,
যে তোর খোশামোদি করে।
মা মা বলে পাছু পাছু
যে জন স্তুতি ভক্তি করে।
দুঃখে শোকে দগ্ধে তারে
দাখিল করিস যমের ঘরে।।
অল্পে কারে পাওয়া যায়,
ক্ষীণ আলে বারি ধায়,
যে জন হয় শক্ত, তার ত্রিকাল মুক্ত,
হয় জোরজবরে।
চোখে আঙুল না দিলে পর,
দেখবি না মা বিচার করে।।
ও মা হরের আরাধ্য পদ,
ভয়ে দিলি মহিষাসুরে।
যে দু-কথা শোনাতে পারে,
যে জনা হেতের ধরে
তার হয়ে আশ্রিত সদা,
থাকিস মা পরাণের ডরে।।
রামপ্রসাদ কৃতার্থ হবে, কৃপাকণা জোরে।
সাধো রে শ্যামার পদ এ নব ইন্দ্রিয় হরে।।