মন কোরো না সুখের আশা।
যদি অভয়পদে লবে বাসা।।
হয়ে ধর্মতনয় ত্যজে আলয়,
বনে গমন হেরে পাশা।
হয়ে দেবের দেব সদবিবেচক,
তেঁই তো শিবের দৈন্যদশা।।
সে যে দুঃখী দাসে দয়া বাসে,
মন সুখের আশে বড়ো কসা।
হরিষে বিষাদ আছে মন,
কোরো না এ কথায় গোঁসা।।
ওরে সুখেই দুঃখ দুঃখেই সুখ,
ডাকের কথা আছে ভাষা।
মন ভেবেছ কপট ভক্তি করে পুরাইবে আশা।।
করে কড়ার কড়া তস্য কড়া,
এড়াবে না রতি মাসা।
প্রসাদের মন হও যদি মন,
কর্মে কেন হও রে চাষা।
ওরে মনের মতন করো যতন,
রতন পাবে অতি খাসা।।