তারা তরি লেগেছে ঘাটে।
যদি পারে যাবি মন আয় রে ছুটে।।
তারা নামে পাল খাটায়ে, ত্বরায় তরি চলো বেয়ে।
যদি পারে যাবি দুখ মিটাবি,
মনের গিরা দে রে কেটে।।
বাজারে বাজার করো মন,
মিছে কেন বেড়াও ছুটে।
ভবের বেলা গেল, সন্ধ্যা হল,
কী করবে আর ভবের হাটে।।
শ্রীরামপ্রসাদে বলে, বাঁধো রে বুক এঁটেসেঁটে।
ওরে, এবার আমি ছুটিয়াছি
ভবের মায়াবেড়ি কেটে।।