এই সংসার ধোকার টাটি।
ও ভাই আনন্দ বাজারে লুটি।।
ওরে ক্ষিতি জল বহ্নি বায়ু, শূণ্যে পাচে পরিপাটি।
প্রথমে প্রকৃতি স্থূলা, অহংকারে লক্ষ কোটি।
যেমন সরার জলে সূর্য-ছায়া,
অভাবেতে স্বভাব যেটি।।
গর্ভে যখন যোগী তখন, ভূমে পড়ে খেলেম মাটি
ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি,
মায়ার বেড়ি কীসে কাটি।।
রমণী-বচনে সুধা, সুধা নয় সে বিষের বাটি।
আগে ইচ্ছাসুখে পান করে,
বিষের জ্বালায় ছটফটি।।
আনন্দে রামপ্রসাদ বলে,
আদি পুরুষের আদি মেয়েটি।
ওমা যাহা ইচ্ছা তাহাই করো মা,
তুমি গো পাষাণের বেটি।।