শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪৮

মা হওয়া কি মুখের কথা।
(কেবল প্রসব ক‌রে হয়না মাতা!)
য‌দি না বু‌ঝে সন্তা‌নের ব‌্যথা।।
দশ মাস দশ দিন, যাতনা পে‌য়ে‌ছেন মাতা।
এখন ক্ষুধার বেলা সুধা‌লে না,
এল পুত্র গেল কোথা।।
সন্তা‌নে কুকর্ম ক‌রে, ব‌লে সা‌রে পিতামাতা।
‌দে‌খে কাল প্রচণ্ড ক‌রে দণ্ড,
তা‌তে তোমার হয়না ব‌্যথা।।
‌দ্বিজ রামপ্রসাদ ব‌লে, এ চ‌রিত্র শিখ‌লে কোথা।
য‌দি ধর আপন ‌পিতৃধারা,
নাম ধো‌রো না জগন্মাতা।।