শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৭৯

ঢলঢল জলদবরণী এ কার রমণী রে।
নিরখো হে ভূপ, ঈশ শবরুপ,
উরসি রাজে চরণ।।
নখরাজি উজ্জ্বল, চন্দ্র নিরমল।
সতত ঝলকে কিরণ।
এ কী চতুরানন হরি, কলয়তি শংকরী,
সম্বরণ করো রণ।।
মগনা রণমদে, সচলা ধরাপদে,
চরণে অচলচালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ।।
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত মে মত্ত বারণ।।
সদা বিষয়াসব পানে, ভ্রমিছে বিজ্ঞানে,
কদাচ না মানে বারণ।।