শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২০৮

তারা তোমার আর কি মনে আছে।
ওমা এখন যেমন রাখলে সুখে,
তেমনি সুখ কি পাছে।
শিব যদি হয় সত্যবাদী,
তবে কি তোমার সাধি,
মাগো, ওমা, ফাঁকির উপরে ফাঁকি,
ডান চক্ষু নাচে।।
আর যদি থাকিত ঠাই, তোমাদের সাধিতাম নাই,
মাগো ওমা দিয়ে আশা,
কাটলে পাশা, তুলে দিয়ে গাছে।।
প্রসাদ বলে মন দড়, দক্ষিণায় জোর বড়ো,
মাগো ওমা আমার দফা হল রফা, দক্ষিণা হয়েছে।।