তাই কালোরুপ ভালোবাসি।
জগমন্মোহিণী মা এলোকেশী।।
কালোর গুণ ভালো জানে, শুক শম্ভু দেব ঋষি।
যিনি দেবের দেব মহাদেব,
কালোরুপ তাঁর হৃদয়বাসী।।
কালো বরণ ব্রজের জীবন, ব্রজাঙ্গনার মন-উদাসী
হলেন বনমালী কৃষ্ণকালী,
বাঁশি ত্যজে করে অসি।।
যতগুলি সঙ্গী মায়ের, তারা সকল এক বয়সি
ওই যে তার মধ্যে কেলে মা মোর,
বিরাজে পূর্ণিমার শশী।।
প্রসাদ ভনে অভেদ জ্ঞানে, কালোরুপে মেশামেশি
ওরে একে পাঁচ পাঁচেই এক,
মন কোরো না দ্বেষাদ্বেষি।।