আয় দেখি মন তুমি আমি
দুজনে বিরলেতে বসি রে।
যুক্তি করি মনে প্রাণে, পিঞ্জর গড়ব গুরুচরণে,
পদে লুকাইব সুধা খাব,
যমের বাপের কি ধার ধারি রে।।
মন বলে করিবে চুরি, ইহার সন্ধান বুঝিনে রে।
গুরু দিয়াছেন যে ধন
অভয়চরণে কেমনে খরচ করিবে।।
শ্রীরামপ্রসাদের আশা,
কাঁটা কেটে খোলসা করিরে।।
মধুপুরী যাব মধু খাব,
শ্রীগুরুর নাম হৃদে ধরে।।