রসনায় কালী কালী বলে।
আমি ডঙ্কা মেরে যাব চলে।।
সুরাপান করিনে রে, সুধা খাই রে কুতূহলে।
আমার মন মাতালে মেতেছ আজ,
মদ মাতালে মাতাল বলে।।
খালি মদ খেলেই কি হয়,
লোকে কেবল মাতাল বলে।
যা আছে কর্ম, কে জানে মর্ম,
জানে কেবল সেই পাগলে।।
দেখাদেখি সাধয়ে যোগ,
সিজে কায়া বাড়য়ে রোগ।
ওরে মিছেমিছি কর্মভোগ,
গুরু বিনে প্রসাদ বলে।।