শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৬৪

শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন, শরদ-সুধাকর-মন্ডল-বদনী রে।
কুন্তল বিগলিত, শোণিত-শোভিত,
তড়িৎজড়িত নবঘন ঝলকে,
বিপরীত এ কী কাজ লাজ ছেড়েছে দূরে,
ওই রথ রথী গজ বাজী বয়ানে পুরে।
মম দল প্রবল, সকল হতবল,
চঞ্চল বিকল হৃদয় চমকে।।
প্রচন্ড-প্রতাপ-রাশি মৃত্যুরুপিণী,
ওই কামরিপু পদে এ কেমন কামিনী।
লঙ্ঘে গগন ধরণিধর সাগর,
ওই যুবতী চকিতে নয়ন পলকে।।
ভীম ভবার্ণব তারণ হেতু ওই যুগল
চরণ তব করিয়াছি সেতু।
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ জননি কালীকে।।