উপনীত মন্দাকিনী-তীরে।
নিরখি সুন্দরী-মুখ, মরমে পরম সুখ,
লোচন তিতিল প্রেমনীরে।।
মাগো! একী রুপমাধুরী, আহা মরি, আহা মরি,
গঠিল যে সে কেমন বিধি।
চঞ্চল মন-মীন, হৃদি-সরোবর ত্যজি,
প্রবেশিল লাবণ্য-জলধি।।
আহা আহা মরি মরি, কীবা রুপমাধুরী,
হাসি হাসি সুধারাশি ক্ষরে।
অপাঙ্গ লোচনে মোহিনী,
কী গুণে চৈতন্য নিগূঢ় হরে।।