শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১১

গেল দিন মিছে রঙ্গরসে।
আমি কাজ হারালেম কালের বশে।।
যখন ধন উপার্জন করেছিলাম দেশবিদেশে।
তখন ভাই বন্ধু দারা সুত,
সবাই ছিল আমার বশে।।
এখন ধন উপার্জন, না হইল দশার শেষে।
সেই ভাই বন্ধু দারা সুত,
নির্ধন বলে সবাই রোষে।।
যমদূত আসি শিয়রেতে বসি,
ধরবে যখন অগ্রকেশে।
তখন সাজায়ে মাচা, কলসি কাচা,
বিদায় দিবে দণ্ডিবেশে।।
হরি হরি বলি, শ্মশানে ফেলি,
যে যার যাবে আপন বাসে।
রামপ্রসাদ মল, কান্না গেল,
অন্ন খাবে অনায়াসে।।