শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৯৭

কালীগুণ গেয়ে বগল বাজায়ে,
এ তনু-তরণি ত্বরা করি চলো বেয়ে।
ভবের ভাবনা কীবা, মনকে করো নেয়ে।।
দক্ষিণ বাতাস মূল, পৃষ্ঠদেশে অনুকূল,
কাল রবে চেয়ে।
শিব নহেন মিথ্যাবাদী,
আজ্ঞাকারী অণিমাদি,
প্রসাদ বলে প্রতিবাদী, পলাইবে ধেয়ে।।