শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২১৯

বমবমবম ভোলা।
মাগি যেমন, মিনসে তেমন, তেমনি দুটি চেলা।।
আরোহন বৃষোপরে, শিঙে ডম্বুর করে,
মুখে বলে হরে হরে, রুদ্রাক্ষমালা।।
জটাতে কুলুকুলুধ্বনি, বিরাজিতা সুরধুনী।
মস্তকেতে মণি ফণী, অর্ধচন্দ্রভালা।।