শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪৯

আমি ক্ষেমার খাসতালুকের প্রজা।
ওই যে ক্ষেমংকরী আমার রাজা।।
‌চেন না আমা‌রে শমন,
চিন‌লে প‌রে হ‌বে সোজা।
আ‌মি শ‌্যামা মার দরবা‌রে থা‌কি,
অভয়প‌দের বই রে বোঝা।।
‌ক্ষেমার খা‌সে আ‌ছি ব‌সে,
নাই মহা‌লে শুকা হাজা।
‌দে‌খো বা‌লি-চাপা ‌সিকস্ত নদী,
তা‌তেও মহাল আ‌ছে তাজা।।
প্রসাদ ব‌লে শমন তু‌মি,
ব‌য়ে বেড়াও ভূ‌তের বোঝা,
ও‌রে যে প‌দে ও পদ ‌পে‌য়ে‌ছে,
জান না সেই প‌দের মজা।।