শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১০৭

কাজ কী মা সামান্য ধনে।
ও কে কাঁদছে গো তোর ধন বিহনে।।
সামান্য ধন দিবে তারা,
পড়ে রবে ঘরের কোণে।
যদি দেও মা আমায় অভয়চরণ,
রাখি হৃদি-পদ্মাসনে।।
গুরু আমায় কৃপা করে মা,
যে ধন দিলে কানে কানে।
এমন গুরু-আরাধিত মন্ত্র,
তাও হারালেম সাধন বিনে।।
প্রসাদ বলে কৃপা যদি মা,
হবে তোমার নিজগুণে!
আমি অন্তিমকালে জয়দূর্গা বলে,
স্থান পাই যেন ওই চরণে।।