কালীর নামের গন্ডি দিয়া আছি দাড়াইয়া।
শোন রে শমন তোরে কই, আমি তো আটাশে নই,
তোর কথা কেন রবো সয়ে।
ছেলের হাতে মোয়া নয় যে,
খাবে হুলকো দিয়ে।।
কটু বলবি, সাজাই পাবি, মাকে দিব কয়ে।
সে যে কৃতান্ত-দলনী শ্যামা, বড়ো খ্যাপা মেয়ে।।
শ্রীরামপ্রসাদে যেন, কয় শ্যামাগুণ গেয়ে।
আমি ফাঁকি দিয়ে চলে যাব, চক্ষে ধুলা দিয়ে।।