শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১২৬

আমি কি এমতি রব (মা তারা)।
আমার কী হবে গো দীন দয়াময়ী।।
আমি ক্রিয়াহীন, ভজনবিহীন,
দীন হীন অসম্ভব।
আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি!
আমি কি ও পদ পাবো (মা তারা)।
সুপুত্র কুপুত্র যে হই সে হই, চরণে বিদিত সব।
কুপুত্র হইলে, জননি কি ফেলে,
এ কথা কাহারে কবো (মা তারা)।
প্রসাদ কহিছে তারা ছাড়া,
নাম কী আছে যে আর তা লব।
তুমি তরাইতে পার, তেঁই সে তারিণী,
নামটি রেখেছেন ভব (মা তারা)।।