মা আমি পাপের আসামি।
এই লোকসানি মহাল লয়ে বেড়াই আমি
পতিতের মধ্যে লেখা যায় এই জমি।
তাই বারে বারে নালিশ করি, দিতে হবে কমি।।
আমি মলে এ মহলে, আর নাই হামি।
মা গো এখন ভালো না রাখ তো, থাকুক রামরামি
গঙ্গা যদি গর্ভে টানে, লইল এই ভূমি।
কেবল কথা রবে, কোথা রব, কোথা রবে তুমি।।