শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫৩

মা আমি পাপের আসামি।
এই ‌লোকসা‌‌নি মহাল ল‌য়ে বেড়াই আ‌মি
প‌তি‌তের ম‌ধ্যে লেখা যায় এই জ‌মি।
তাই বা‌রে বা‌রে না‌লিশ ক‌রি, দি‌তে হ‌বে ক‌মি।।
আ‌মি ম‌লে এ মহ‌লে, আর নাই হা‌মি।
মা গো এখন ভা‌লো না রাখ তো, থাকুক রামরা‌মি
গঙ্গা য‌দি গ‌র্ভে টা‌নে, লইল এই ভূ‌মি।
‌‌কেবল কথা র‌বে, কোথা রব, ‌কোথা র‌বে তু‌মি।।