গিরি, এবার আমার উমা এলে,
আর উমা পাঠাব না।
বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনব না।।
যদি আসে মৃত্যুঞ্জয়, উমা নেবার কথা কয়,
এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া,
জামাই বলে মানব না।।
দ্বিজ রামপ্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়,
তিনি শ্মশানে মশানে ফিরে,
ঘরের ভাবনা ভাবে না।।