ও নৌকা বাও হে ত্বরাকরি, নূতন কান্ডারি
রঙ্গে ব্রজবধূর সঙ্গে।।
আতর লাঘব হেতু, তরুণী ভরা তরণি,
চালন করো মনের রঙ্গে।
আপন করোহে পণ, চাওহে যৌবন-ধন,
হাস-ভাস প্রেম-তরঙ্গে।।
আগে চরাইতে ধেনু, বাজায়ে মোহন বেণু,
বেড়াইতে রাখালের সঙ্গে।
এখন হয়েছ নেয়ে, কোনো বা বিষয় পেয়ে,
ধেয়ে হাত দিতে এস অঙ্গে।।
ভণে দাস রামপ্রসাদ, হায় এ কী পরমাদ,
কাজ কী হে কথার প্রসঙ্গে।
সময় উচিত কও, কোনো রুপে পার হও,
দোষ আছে পাছে মন ভাঙে।।