শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১১৭

সাধের ঘুমে ঘুম ভাঙে না।
ভালো পেয়েছ ভবে কাল-বিছানা।।
এই যে সুখের নিশি, জেনেছো কি ভোর হবে না
তোমার কোলেতে কামনা-কান্তা,
তারে ছেড়ে পাশ ফের না।।
আশার চাদর দিয়াছ গায়,
মুখ ঢেকে তাই মুখ খুল না।
আছ শীত গ্রীষ্ম সমান ভাবে,
রজক ঘরে তায় কাচাও না।।
খেয়েছ বিষয়-মদ, সে মদের কি ঘোর ঘোচেনা
আছ দিবানিশি মাতাল হয়ে,
ভ্রমেও কালী বল না।।
অতি মূঢ় প্রসাদ রে তুই, ঘুমায়ে আশা পুরে না
তোর ঘুমে মহা ঘুম আসিবে,
ডাকিলে আর চেতন পাবে না।।