শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৯০

মন ভেবেছ তীর্থে যাবে।
কালী-পাদপদ্ম-সুধা ত্যজি,
কূপে পড়ে আপন খাবে।।
ভবজরা পাপ-রোগ, নীলাচলে নানা ভোগ,
ওরে জ্বরে কাশী সর্বনাশী,
ত্রিবেণীস্নানে রোগ বাড়াবে।।
কালীনাম মহৌষধি ভক্তি ভাবে পান বিধি।
(ওরে) গান করো, পান করো,
আত্মারামের আত্ম্য হবে।
মৃত্যুঞ্জয়ে উপযুক্ত সেবায় হবে আশু মুক্ত।
ওরে সকলই সম্ভবে তাতে পরমাত্মায় মিশাইবে
প্রসাদ বলে মন ভায়া, ছাড়ি কল্পতরু ছায়া,
ওরে কাটাবৃক্ষের তলে গিয়ে,
মৃত্যুভয়টা কি এড়াবে।।