শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১২৭

দিবানিশি ভাবো রে মন, অন্তরে করালবদনা।
নীল কাদম্বিনী রুপ মায়ের, এলোকেশী দিগ্বসনা।।
মূলাধারে সহস্রারে বিহরে সে মন জান না।
সদা পদ্মবনে, হংসীরুপে আনন্দরসে মগনা।।
আনন্দে আনন্দময়ী, হৃদয়ে করো স্থাপনা।।
জ্ঞানাগ্নি জ্বালিয়া কেন, ব্রহ্মময়ী রুপ দেখো না।।
প্রসাদ বলে ভক্তের আশা,
পুরাইতে অধিক বাসনা।
সাকারে সাযুজ্য হবে, নির্বাণে কী গুণ বলো না।।