তাই বলি মন জেগে থাকো,
পাছে আছে রে কাল-চোর।
কালী নামের অসি ধরো, তারা নামের ঢাল,
ওরে সাধ্য কি শমনে তোরে করতে পারে জোর
কালী নামে নহবত বাজে করি মহাসোর।
ওরে শ্রীদূর্গা বলিয়া রে রজনী করো ভোর।।
কালী যদি না তরাবে, কলি মহাঘোর।
কত মহাপাপী তরে গেল, রামপ্রসাদ কি চোর?