সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে। কথা রবে, কথা রবে মা গো, জগতে কলঙ্ক রবে।। ভালো কীবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়া হবে। সাগরে যার বিছানা মা, শিশিরে তার কী করিবে।। দুঃখে দুঃখে জরোজরো, আর কত মা দুঃখ দিবে। কেবল ওই দূর্গানামে শ্যামানামে কলঙ্ক রটিবে।।