তুমি কার কথায় ভুলেছো রে মন,
ওরে আমার শুয়া পাখি।
আমারই অন্তরে থেকে, আমাকে দিতেছ ফাঁকি।।
কালী নাম জপিবার তরে,
তোরে রেখেছি পিঞ্জরে পুরে মন।
ও তুই আমাকে বঞ্চনা করে,
ওরই সুখে হইলে সুখী।।
শিব দূর্গা কালী নাম, জপ করো অবিশ্রাম,
মন, ও তোর জুড়াবে তাপিত অঙ্গ,
একবার শ্যামা বলোরে দেখি।।