শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৪৭

বলো দেখি ভাই কী হয় মলে।
এই বাদানুবাদ করে সকলে।।
কেহ বলে ভূত প্রেত হবি,
কেহ বলে তুই স্বর্গে যাবি,
কেহ বলে সালোক্য পাবি,
কেহ বলে সাযুজ্য মেলে।
বেদের আভাস, তুই ঘটাকাশ,
ঘটের নাশকে মরণ বলে।।
ওরে শূন্যেতে পাপ পুণ্য গণ্য,
মান্য করে সব খোয়ালে।
এক ঘরেতে বাস করিছে,
পঞ্চজনে মিলেজুলে।।
সে যে সময় হইলে আপনা আপনি,
যে যার স্থানে যাবে চলে।
প্রসাদ বলে যা ছিলে ভাই,
তাই হবি রে নিদান কালে।
যেমন জলের বিম্ব জলে উদয়,
জল হয়ে সে মিশায় জলে।।