শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৫২

আমি নই আটাশে ছেলে।
ভ‌য়ে ভুলব না‌কো চোখ রাঙা‌লে।।
সম্পদ আমার ও রাঙাপদ,
শিব ধ‌রেন যা হৃৎকম‌লে।
(ওমা) আমার বিষয় চাই‌তে গে‌লে,
বিড়ম্বনা কতই ছ‌লে।।
‌‌শি‌বের দ‌লিল সই‌মোহ‌রে, রে‌খে‌ছি হৃদ‌য়ে তু‌লে
এবার করব না‌লিশ না‌থের আ‌গে,
ডি‌ক্রি লব এক সওয়া‌লে।।
জানাইব কেমন ছে‌লে, মোকদ্দমায় দাড়াই‌লে।
যখন গুরুদত্ত দস্তা‌বিজ,
গুজরাইব মি‌ছিল কা‌লে।।
মা‌য়ে‌‌পো‌য়ে মোকদ্দমা,
ধুম হ‌বে রামপ্রসাদ ব‌লে।
আ‌মি ক্ষান্ত হব যখন আমায়,
শান্ত ক‌রে ল‌বে কো‌লে।।