তুই যা রে কী করবি শমন,
শ্যামা মাকে কয়েদ করেছি।
মনোবেড়ি তার পায়ে দিয়ে, হৃদ গারদে বসায়েছি
হৃদিপদ্ম প্রকাশিয়ে, সহস্রারে মন রেখেছি।
কুলকুন্ডলিনী শক্তির পদে
আমি আমার প্রাণ সঁপেছি।।
এমনই করেছি কায়দা, পলাইলে নাইকো ফয়দা।
হামেশ রুজু ভক্তি পেয়াদা দু-নয়ন দারোয়ান দিয়েছি
মহাজ্বর হবে জেনে, আগে আমি ঠিক করেছি।
তাই সর্ব-জ্বর-হর লৌহ, গুরুতত্ত্ব পান করেছি।।
শ্রীরামপ্রসাদ বলে তোর জারি ভেঙে দিয়েছি।
মুখে কালী কালী কালী বলে,
যাত্রা করে বসে আছি।।