শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৬০

তারা নামে সকলই ঘুচায়।
‌কেবল র‌হে মাত্র ঝু‌লিকাথা, সেটাও নিত‌্য নয়।।
‌যেমন স্বর্ণকা‌রে স্বর্ণ হ‌রে, স্বর্ণ খা‌দে উড়ায়।
ওমা, তোর না‌মে‌তে তেমনই ধারা,
তেমনই তো দেখায়।।
‌যেজন গৃহস্থ‌লে দূর্গা ব‌লে, পে‌য়ে নাশভয়!
এমা, তু‌মি তো অন্ত‌রে জাগ, সময় বুঝ‌তে হয়।।
যার পিতামাতা ভস্ম মা‌খে, তরুত‌লে রয়।
ওমা, তার তন‌য়ের ভি‌টেয় টেকা, এ ব‌ড়ো সংশয়।।
প্রমা‌দে ঘে‌রে‌ছে তারা, প্রসাদ পাওয়া দায়।
ও‌রে ভাই বন্ধু থে‌কো না
রামপ্রসা‌দের আশায়।।