মন কেন রে ভাবিস এত।
যেমন মাতৃহীন বালকের মতো।।
ভবে এসে ভাবছ বসে,
কালের ভয়ে হয়ে ভীত।
ওরে কালের কাল মহাকাল,
সে কাল মায়ের পদানত।।
ফণী হয়ে ভেকের ভয়,
এ যে বড়ো অদ্ভূত।
ওরে তুই করিস কি কালের ভয়,
হয়ে ব্রহ্মময়ী-সুত।।
একী ভ্রান্ত নিতান্ত তুই,
হলি রে পাগলের মতো।
(ও মন) মা আছে যার ব্রহ্মময়ী,
কার ভয়ে সে হয় রে ভীত।।
মিছে কেন ভাব দুঃখে,
দুর্গা বলো অবিরত।
যেমন জাগরণে ভয়ং নাস্তি
হবে রে তোর তেমনি মতো।।
দ্বিজ রামপ্রসাদ বলে,
মন করো রে মনের মতো।
(ও মন) গুরুদত্ত তত্ত্ব করো,
কী করিবে রবিসুত।।