শমন হে আছি দাঁড়ায়ে। আমি কালী নামের গন্ডি দিয়ে।। কালোপরে কালীপদ, সে পদ হৃদে ভাবিয়ে। মায়ের অভয়চরণ, যে করে স্মরণ, কী করে তার মরণভয়ে।।