শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১১৮

শমন হে আছি দাঁড়ায়ে।
আমি কালী নামের গন্ডি দিয়ে।।
কালোপরে কালীপদ, সে পদ হৃদে ভাবিয়ে।
মায়ের অভয়চরণ, যে করে স্মরণ,
কী করে তার মরণভয়ে।।