এবার কালী কুলাইব।
কালী কযে কালী বুঝে লব।।
সে নৃত্যকালী কী অস্থিরা,
কেমন করে তায় রাখিবো।
আমার মনোযন্ত্রে বাদ্য করে,
হৃদি-পদ্মে নাচাইব।।
কালীপদের পদ্ধতি যা,
মন তোরে তা জানাইব।
আছে আর যে ছটা বড়ো ঠ্যাটা,
সে কটাকে কেটে দিব।।
কালী ভেবে কালি হয়ে,
কালী বলে কাল কাটাইব।
আমি কালাকালে কালের মুখে,
কালি দিয়ে চলে যাব।
প্রসাদ বলে আর কেন মা,
আর কত গো প্রকাশিব।
আমার কিল খেয়ে কিল চুরি তবু,
কালী কালী না ছাড়িব।