হুংকারে সংগ্রামে ও কে বিরাজে বামা। কামরিপুমোহিনী ও কে বিরাজে বামা।। তপনদহন শশী, ত্রিনয়নী ও রুপসি, কুবলয়দলতনু শ্যামা। বিবসনা এ তরুণী, কেশ পড়িছে ধরণি, সমরনিপুণা গুণধামা। কহিছে প্রসাদ সার, তারিণী সখে যার, যমজয়ী বাজাইয়া দামা।।