শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১২

আমার কপাল গো তারা!
ভালো নয় মা, ভালো নয় মা,
ভালো নয় মা, কোনো কালে।।
শিশুকালে পিতা মল, মাগো রাজ্য নিল পরে।
আমি অতি অল্পমতি, ভাসালে সায়রের জলে।।
স্রোতের শেহালার মতো মাগো ফিরিতেছি ভেসে,
সবে বলে ধরো ধরো, কেউ নাবেনা অগাধ জলে।।
বনের পুষ্প বেলের পাতা, মাগো আর দিব আমার মাথা।
রক্তচন্দন রক্তজবা, দিব মায়ের চরণতলে।।
শ্রীরামপ্রসাদের বাণী, শোনো গো মা নারায়ণী।
তনু-অন্তকালে আমায়, টেনে ফেলো গঙ্গাজলে।।‍